নীল শয়তান : ভুতের গল্প
শীতকালে একবার জাহাজে করে যাচ্ছিলাম বরিশাল। গাঙচিলের ঝাঁক উড়ে আসছে। উপকুলের পাশ দিয়ে যাচ্ছি। নারকেল গাছের সারি। শুপুরির দীর্ঘ বন। ভেতরে জালিকাটা রোদ। পাতার নিচে বসে থাকা দোয়েল পাখিকে খুঁজছে চোখ। হটাৎ দেখি কলাপাতার মতো রঙ চড়িয়ে এক ঝাঁক বনটিয়া উড়ে গেল। এই কাজল মাটির দেশটার মায়া লেগে গেল।
Download