মানুষখেকোটা এতটাই বেপরােয়া হয়ে উঠেছে যে বাড়ির দরজা ভেঙে পর্যন্ত মানুষ নিয়ে যাচ্ছে। বাধ্য। হয়ে নিজেকেই টোপ বানালেন। শিকারি। হাতিতে চড়ে শিকারে। বেরিয়েছিলেন দুই শিকারি। হঠাৎ সামনে হাজির এক বাঘ। গুলি। খেয়েও গর্জন করে হাতির । পিঠে চড়ে বসল। এখন কী হবে? লােকে বলে বাঘের হাতে নিহত মানুষ। নাকি তার হত্যাকারী বাঘটাকে মারতে সাহায্য করে শিকারিকে। আসলেই কি? আচ্ছা বলুন তাে, লাঠি দিয়ে বাড়ি দিয়ে। কি বাঘ মারা সম্ভব? কিংবা তলােয়ার দিয়ে? চল্লিশ বছরের বেশি রাজস্থানের জঙ্গলে । বাঘের পিছনে ছুটেছেন কর্নেল কেশরী সিং। নিজে শিকার করেছে আবার শিকারে নিয়ে গিয়েছেন লর্ড। মাউন্টব্যাটেন, বিভিন্ন রাজা-মহারাজা, লর্ড রিডিংসহ অনেক বিখ্যাত। মানুষকে। তাঁর ঝুলিতে তাই জমা আছে। বাঘ নিয়ে অসাধারণ সব ।” অভিজ্ঞতা। কোনােটা পড়ে হবেন রােমাঞ্চিত কোনােটা পড়ে আবার ভাববেন এ-ও। কি সম্ভব! শুধু বাঘ নয়, বইটিতে আছে। খেপা হাতি আর চিতা বাঘ শিকারেরও। চমৎকার সব কাহিনি। |
You must be logged in to post a comment.