Origoner Pothe : Anish Das Apu ( বাংলা অনুবাদ ই বুক : অরিগনের পথে )
Origoner Pothe : Anish Das Apu – অরিগনের পথে : বাংলা অনুবাদ ই বুক
ফ্রান্সিস পার্কম্যান ! চিত্কার করে উঠল আমার বন্ধু কুইন্সি আডামস শ; ও আমার ভাইও বটে। আমাদের হার্ভার্ডের বন্ধুরা বা বাবা-মা যদি এই অবস্থায় আমাদের দেখত !তো কুইন্সি, বললাম আমি, বুনো ইন্ডিয়ানদের কাছে থেকে দেখতে চাইলে ওদের নিজেদের এলাকায় তো আমাদের নিয়ে যেতেই হবে। আর এজন্য পশ্চিমে রকি মাউন্টেন পর্যন্ত পাড়ি দিতে হবে।