Podipishir Bormibakso : Leela Majumdar ( লীলা মজুমদার : পদিপিসীর বর্মীবাক্স )

by admin

Podipishir Bormibakso : Leela Majumdar – পদিপিসীর বর্মীবাক্স :লীলা মজুমদার

পাঁচুমামার প্যাঁকাটির মতন হাত ধরে টেনে ওকে ট্রেনে তুললাম। শুন্যে খানিক হাত-পা ছুড়ে, ও বাবাগো মাগো বলে চেঁচিয়েচেঁচিয়ে শেষে পাঁচুমামা খচমচ করে বেঞ্চিতে উঠে বসল। তারপর পকেট থেকে লাল রুমাল বের করে কপালের ঘাম মুছে ফেলে, খুব ভালো করে নিজের হাত-পা পরীক্ষা করে দেখল কোথাও চড়ে গেছে কিনা ও আয়োডিন দেওয়া দরকার কিনা। তারপর কিছু না পেয়ে দু-বার নাক টেনে, পকেটে হাত পুরে, খুদে খুদে পা দুটো সামনের বেঞ্চিতে তুলে দিয়ে আমার দিকে চেয়ে চিঁচিঁ করে বলল, ”ছোটবেলায় একবার ভুলে বাদশাহী জোলাপ খেয়ে অবধি শরীরটা আমার একদম গেছে, কিন্তু বুকে আমার সিংহের মতন সাহস। তা নইলে পদিপিসির বর্মিবাক্স খোঁজার ব্যাপারে হাত দেব কেন”।
Podipishir Bormibakso : Leela Majumdar ( লীলা মজুমদার : পদিপিসীর বর্মীবাক্স ) 8

Podipishir Bormibakso

Download

Download

Download

Lila Omnibus : Leela Majumdar – লীলা অমনিবাস – লীলা মজুমদার

You may also like