10
Book Name – Runu-Tunur Adventure ( রুনু-টুনুর অ্যাডভেঞ্চার )
বাগানে খেলা করছিল টুনু। সেই বাগান পেরুলেই মস্ত বন। খেলার এক ফাঁকে সে দেখতে পেল মস্ত বড় এক প্রজাপতি একটি ফুলের উপর রুনুর মতো করে খেলা করছে। টুনুর খুব লোভ হলো প্রজাপতিকে ধরার। যা ভাবা তাই কাজ… চুপি চুপি এগিয়ে গেল প্রজাপতিটির দিকে কিন্তু যেমনি ধরতে যাবে অমনি প্রজাপতিটি উড়ে গেল আর গিয়ে বসল অন্য একটি ফুলের উপর। টুনুও নাছড়বান্দা। সেও ছুটে বলল প্রজাপতির পিছু পিছু। প্রজাপতি উড়ে চলে, টুনুও পিছু পিছু দৌড়ে চলে। দৌড়তে দৌড়তে কখন যে টুনু বাগানের বেড়া ডিঙিয়ে বনের মাঝে চলে এসেছে তা সে বুঝতে পারে না। একটা সময় প্রজাপতিটি ধরা দিয়ে বনের মাঝে মিলিয়ে যায় আর তখনই টুনুর মনে হয় সে এসে পড়েছে একেবারে অপরিচিত জায়গায়। সে অনেক খুঁজেও বাড়ি ফেরার পথ না পেয়ে একটা গাছ তলায় বসে কাঁদতে শুরু করে। এদিকে টুনুর বাবা-মা তাদের আদরের ছোট্টমণিকে খুঁজে না পেয়ে প্রায় দিশেহারা।