Shei Kuasha Part-1 : MASUD RANA ( মাসুদ রানা : সেই কুয়াশা পর্ব ১ )

by admin

সেই কুয়াশা পর্ব ১ : মাসুদ রানা

রাস্তার মোড়ে সমবেত হয়ে বড়দিনের ভক্তিগীতি গাইছে একদল গায়ক। হাত -পা  নাড়ছে সঙ্গীতের তালে। রাস্তার গাড়িঘোড়ার আওয়াজ, পুলিশের সাইরেন আর দোকানপাট থেকে ভেসে আসা নানা ধরনের কোলাহলে চাপা পড়ে যাচ্ছে তাদের সম্মিলিত কন্ঠের তলায়।
ভারী তুষারপাত হচ্ছে, তা অগ্রাহ্য করে শেষ মুহুর্তের কেনাকাটায় বেরিয়েছে ব্যস্ত কর্মজীবীরা।
ফুটপাতে ঠেলাঠেলি, রাস্তায় যানজট, দোকানে-দোকানে  আলোকসজ্জা-বড়দিনের চিরাচরিত দৃশ্য।
Shei Kuasha Part-1 : MASUD RANA ( মাসুদ রানা : সেই কুয়াশা পর্ব ১ ) 6

You may also like