Posted in

Shei Kuasha Part-2 : MASUD RANA ( মাসুদ রানা : সেই কুয়াশা পর্ব ২ )

সেই কুয়াশা পর্ব ২ : মাসুদ রানা

 ভিয়া ফ্রাস্কাতি-তে দামী একটা রেস্তোঁরা আছে, লুচিনি নামের তিন ভাই সেটার মালিক, যদিও রেস্তোঁরা চালায় স্রেফ বড়জন। চতুর শেয়ালের মত স্বভাব, তবে সাদাসিধে চেহারা আর নিষ্পাপ অভিনয়ের মুখোশ দিয়ে নিজের আসল চরিত্র লুকিয়ে রাখায় সে ওস্তাদ।
রোমের উঁচুমহলের লোকজনের প্রিয়পাত্র এই লুচিনি, কারণ গোমর রক্ষার ব্যাপারে তার জুড়ি হয় না। উঁচু স্তরের দালাল হিসেবে কাজ করে সে, তার মাধ্যমেই যোগাযোগ রক্ষা করে অগনিত মানুষ-তাদের মধ্যে অবৈধ সম্পর্কের জালে জড়ানো প্রেমিক-প্রেমিকা যেমন আছে, তেমনি আছে অসৎ সরকারী কর্মকর্তা আর অন্ধকার জগতের মানুষ।
Shei Kuasha Part-2 : MASUD RANA ( মাসুদ রানা : সেই কুয়াশা পর্ব ২ ) 1
Share this