Shobuj Shangket : MASUD RANA ( মাসুদ রানা : সবুজ সংকেত )

by admin

সবুজ সংকেত : মাসুদ রানা

 

প্যারিসে কেউ যদি কিছুদিন কারও কাছ থেকে লুকিয়ে থাকতে চায়, চার্লস দ্য গ্যল এয়ারপোর্টের কাছাকাছি ঝাঁক বাঁধা হোটেলগুলো তার জন্য আদর্শ ঠিকানা হতে পারে। এসব হোটেলে সধারনত কয়েক ঘন্টা বা খুব বেশি হলে দু’ একদিনের জন্য ট্র্যানজিট প্যাসেঞ্জার আর চার্টার এয়ারলাইনের ট্যুর গ্রুপগুলো ওঠে। ক্রিমিনাল বা পুলিশ, কারুরই এদের সম্পর্কে কোন আগ্রহ নেই।
যারা আগ্রহী তারা এখানে মধুমাখা কোমল সেবা প্রদান করবার জন্য সারাক্ষণ এক পায়ে খাড়া হয়ে আছে। চৌষট্টি কলায় পারদর্শিনী এইসব ফরাসী সুন্দরীরা পুরুষের মনোরঞ্জন করাটাকেই নিজেদের পেশা হিসেবে গ্রহণ করেছে।
Shobuj Shangket : MASUD RANA ( মাসুদ রানা : সবুজ সংকেত ) 16