Posted in

Shurja Shainik -1 : MASUD RANA ( মাসুদ রানা : সূর্য-সৈনিক ১ )

সূর্য-সৈনিক ১ : মাসুদ রানা

 দুর্লঙ্ঘ প্রাচীর ঘিরেছে বারবারি উপকূলের রাজধানী ত্রিপোলিকে। বহু দূর থেকে চোখে পড়েছে দুর্গ-শহর। দেখলে মনে হয় ওখানে বাস করে রূপকথার কোনও দুষ্ট জাদুকর। ছড়িয়ে ছিটিয়ে রয়েছে পাথরের বাড়ি, তীরের কাছে বাশাওয়ের প্রকাণ্ড কেল্লা। আশেপাশে কোথাও গাছপালা নেই বললেই চলে।
আঠারো শ’ তিন সাল। মার্চের প্রথম সপ্তাহ। ত্রিপোলি উপসাগর। বীরদর্পে এগিয়ে চলেছে দুটি মার্কিন রণতরী।
 

Download