Shurja Shainik -2 : MASUD RANA ( মাসুদ রানা : সূর্য-সৈনিক ২ )

সূর্য-সৈনিক ২ : মাসুদ রানা


 মরুভূমি এখনও আঁধার। তবে ধীরে ধীরে ধুসর হয়ে আসছে পুবের আকাশ। নীড়ে ফিরছে নিশাচর পাখি। নিশাত ও নবী এক ঘন্টা আগে বেরিয়েছে, হেঁটে পোঁছে গেছে আর্কিওলজিকাল ক্যাম্পের কাছে। ঘুমের অভাবে শুস্ক ওদের চোখ, রক্তে দোড়াচ্ছে অতিরিক্ত অ্যাড্রেনালিন। সুন্দরীকে নিয়ে মরুভূমির গভীরে গেছে স্বর্ণা, ওখানে নামার কথা ক্যাপ্টেন আলম সিরাজের কপ্টার। ভদ্রলোক পৌছে দেবেন ব্ল্যাডার ভরা ডিজেল। যথেষ্ট ফিউয়েল পেলে অনায়াসে মিশন শেষ করতে পারবে ওরা। 

Spread the love