Shutki Bahini : TIN GOYENDA ( তিন গোয়েন্দা : শুটকি বাহিনী )

by admin

শুটকি বাহিনী – তিন গোয়েন্দা

 
গুনগুন করে গান গাইতে গাইতে সাইকেল চালাচ্ছে মুসা। হঠাৎ এমন বিকট এক চিৎকার দিয়ে উঠল, আশেপাশে কেউ থাকলে রীতিমত আঁতকে যেত।
তার মনে হলো, ঘাড়ের ওপর একটা মাকড়সা পরেছে ! রোমশ পায়ের খোঁচা লাগছে।
ঝট করে হাত উঠে গেল ঘাড়ের কাছে। কাত হয়ে পড়ে যাচ্ছিল সাইকেলটা। ব্রেক কষে পা নামিয়ে দাঁড় করাল।
হাত দিয়ে বুঝলো, মাকড়সা নয়, একটা মরা পাতা। প্রচন্ড রাগ হলো। দলামোচড়া করে ছুঁড়ে ফেলে দিল পাতাটাকে।
Shutki Bahini : TIN GOYENDA ( তিন গোয়েন্দা : শুটকি বাহিনী ) 16
 

Download