Singhobahini – 2 : Samoresh Majumder – সিংহবাহিনী – ২ : সমরেশ মজুমদার
ভৈরবীমায়ের কাছ থেকে বিদায় নিয়ে মাঠের মধ্যে এসে দাঁড়াল গোপা। এখন হাওয়া বইছে। গাছের দুলছে। চারপাশে সবুজেরা আরও ঘন হয়েছে। গোপা তাকাল অন্ধকারের দিকে। চারদিকে শুধু শান্তি আর শান্তি।
গোপা চোখ বন্ধ করল। তার সমস্ত শরীর এখনও ঝিমঝিম করছে। একি শুনল আজ ? জীবনে কখনও কোনও গুরুদেবের কাছে যায়নি। সে যেমন নাস্তিক নয় আবার আস্তিকও যে খুব তা জোর দিয়ে বলা যায় না। একটা অভ্যেসের বশে দৈনন্দিন জীবনে ঈশ্বরকে মেনে নিয়েছে। ভৈরবী মা-র কথাগুলো আবার মনে করার চেষ্টা করল। ‘তুমি সাধারণ নও। তোমার মধ্যে মহাশক্তির আশির্বাদ আছে। তুমি পৃথিবীতে এসেছ মাথা নিচু করে সব মেনে নিতে নয়। নিজেকে নষ্ট কোরো না। মনে রেখো, তুমি মহা শক্তির একটি অংশ।’
Download