33
স্নাইপার ১ : মাসুদ রানা
কলাম্বিয়া, দক্ষিন আমেরিকা।
রাজধানী বোগোটা থেকে ৩০০ কিলোমিটার দুরে লেব্রিজা নদীর ধারে স্যান্টান্ডার ডিস্ট্রিক্টের প্রধান শহর বুকারামাঙ্গা। সেখানে থেকে ভাঙাচোরা রাস্তা ধরে দক্ষিন-পূর্বদিকে যেতে হবে আরো প্রায় একশো কিলোমিটার, তারপর ডোকা যাবে সারাভেনার কুখ্যাত জঙ্গলে। বুনো, পার্বত্য অঞ্চল এটা।
সমুদ্রসমতল থেকে এখানকার গড় উচ্চতা প্রায় তিন হাজার ফুট। গোটা দেশের সবচেয়ে দুর্গম এলাকা, মাদক ব্যবসায়ীদের স্বর্গরাজ্য। আর এখানেই জঙ্গলের ভিতর একটা গাছের নীচে ঝোপের আড়ালে আত্মগোপন করে আছে বাংলাদেশ কাউন্টার ইন্টেলিজেন্সের দুই দুর্ধর্ষ এজেন্ট মাসুদ রানা ও ইকরাম আহমেদ।
You Might Be Interested In