
স্বপ্ন মৃত্যু ভালবাসা : বাংলা অনুবাদ ই বুক
মৃত্যু ; ছোট্ট একটি শব্দ, অথচ কী অবিশ্বাস্য ক্ষমতা ! এক নিমেষে থমকে দাড়ায় জীবন, হোক তুচ্ছ কিংবা অমিত সম্ভাবনাময়। এক মুহূর্ত আগেও যে ছিল উচ্ছল প্রানবন্ত, পরমুহুর্তেই সে নেই। কী অবিশ্বাস্য এই না থাকা।
একেক দেশে মৃত্যু আসে একেক চেহারায়, একেক গন্ধে। আফ্রিকায়-প্রচণ্ড গোলাবর্ষণের পরেও। অনেক দিন পর্যন্ত পরে থাকে মৃতদেহগুলো ; ফুলে ঢোল হয়ে উঠে লাশ, বাতাসে ভাসে মৃত্যুর বোঁটকা গন্ধ ;