6
Sorpo Rohoshyo Sundorbone : Suchitra Bhattacharya – সর্প-রহস্য সুন্দরবনে : সুচিত্রা ভট্টাচার্য
”বুঝলি টুপুর, মানুষ নামের জীবটা এক্কেবারে ঢেঁড়শ,” সোফায় বসে ঠ্যাং নাচাতে নাচাতে পার্থ আলগা মন্তব্য ছুড়ে দিল, ”আমাদের এই গ্রহে মানুষের চেয়ে অপদার্থ জীব আর দু’টি মিলবে না !”
টুপুর ফোঁস করে উঠল, ”ইস, বললেই হল ! মানুষ জগতের সেরা প্রাণী। ”
”কচু। মানুষ কী পারে ? চিতাবাঘ বা হরিণের মতো দৌড়ানোর ক্ষমতা আছে মানুষের ? নিদেনপক্ষে ঘোড়ার সঙ্গেও পাল্লা দিতে পারে ? কুকুরের মতো ঘ্রাণশক্তি আছে ? বাজপাখির মতো চোখ ? বা সাইবেরিয়ান হাঁসদের মতো স্মৃতিশক্তি ? কম সে-কম ছ’-সাত হাজার মাইল পথ কেমন নিখুঁতভাবে চিনে চিনে ওরা আকাশ পথে পাড়ি জমায় ভাব !