Tarjan Boner Raja : Edgar Rice Burroughs ( বাংলা অনুবাদ ই বুক : টারজান বনের রাজা )

by admin

Tarjan Boner Raja pdf  – টারজান বনের রাজা বাংলা অনুবাদ ই বুক


সত্যিই তাহলে আছে কিংবদন্তীর শহর নিমর! গহিন বনের ভিতরে পাহাড়ঘেরা সেই শহরে গুপ্তধনের খোঁজে চলেছে দুর্ধর্ষ যাযাবর এক বেদুঈন ডাকাতের দল । আরেকদিকে চলেছে ইংরেজ শিকারী জেমস হান্টার ব্লেক, লক্ষ্য তার বাঘ-সিংহের ছবি তোলা, জানে না, কি ভয়াবহ বিপদে জড়াতে যাচ্ছে । ভাগ্য তাকেও নিয়ে চলল নিমর অভিপ্রান্তে । জড়িয়ে পড়ল বনের রাজা টারজানও, সে-ও চলল নিমর শহরের খোঁজে । বিপদের পর বিপদ, সংঘাত, লোভ আর মৃত্যুর হাতছানী!! আরও আছে সাথে নিমর এর অপরূপ সুন্দরী শুইনলাদাকে কাছে পাবার অমোঘ আকর্ষন। 

Tarjan Boner Raja : Edgar Rice Burroughs ( বাংলা অনুবাদ ই বুক : টারজান বনের রাজা ) 8
Download

You may also like