Posted in

Teen Shatru : MASUD RANA ( মাসুদ রানা : তিন শত্রু )

তিন শত্রু : মাসুদ রানা

সুন্দর রঙ !
ডিম্বাকৃতি কাঁচের জানালার পর্দাটা সরিয়েই মুগ্ধ হলো মাসুদ রানা। ছোট্ট লিভার চেপে সীটটা টিলট করে নিয়ে আরাম করে বসল হেলান দিয়ে। নিউজউইকটা পেটের উপর উপুড় করা।
চারদিক লালে লাল। লালেরই কত বাহার। কোথাও ফিকে হতে হতে গোলাপী, কোথাও সিঁদুরের মত টকটকে, কোথাও গার্রো হতে হতে কালচে। উপরে, নিচে, ডাইনে, বাঁয়ে, সামনে। হটাৎ করে মনে হয় চারদিকে আগুন জ্বলছে বুঝি।
ভয়ঙ্কর। এবং সুন্দর।
সাদা মেঘের গায়ে আবীর ছিটিয়ে অদৃশ্য হয়েছে সূর্যদেব।
মেঘ ফুঁড়ে নেমে এলো বাংলাদেশ বিমান। নিচে এখন গঙ্গা। নৌকা, লঞ্চ, স্টীমার-বাচ্ছাছেলের ছোটবড় খেলনা যেন সব, ছবির মত। হাওড়ার ব্রিজ পেরোচ্ছে একটা খেলনা ট্রেন।

Share this