তেইশ ঘন্টা – কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় – Teish Ghanta by Krishnendu Mukhopadhyayএকটা ঘোরের মধ্যে সমুদ্রের ধারে চলে এল অনিন্দ্য। বিশাখাপত্তনম থেকে ছ’কিলোমিটার দূরের এই জায়গাটার প্রাকৃতিক দৃশ্যের কোনও তুলনা হয় না। পাথুরে সি বিচের এদিকে তেমন কেউ আসে না। বিচের উপর ছোট-বড় নানা সাইজের পাথরগুলো পেরিয়ে একদিকে খাড়া হয়ে রয়েছে বেশ উঁচু একটা টিলা। টিলার পাদদেশে সমুদ্রের উদ্দাম ঢেউগুলো অবিশ্রান্তভাবে আছড়ে-পিছড়ে ধুয়ে দিচ্ছে। এখন বিকেল সাড়ে পাঁচটা। অনেক দূরে সমুদ্র আর আকাশ যেখানে এক সরলরেখায় শেষ হয়ে যাচ্ছে, সূর্য সেখানে সবে ডুবতে বসেছে। চারদিকের আলো-আঁধারি পৃথিবী অল্প-অল্প করে অদ্ভুত এক সিল্যুটে বদলে যাচ্ছে। ভাললাগার রেশটা আরও অনেকক্ষণ জিইয়ে রাখতে হাত ছড়িয়ে বসে পড়ল অনিন্দ্য। আর মাত্র তেইশ ঘণ্টা। কাল সাড়ে চারটের সময় এখানেই অনিন্দ্যর স্বপ্নপূরণ হবে। অনিন্দ্য একটা সম্মোহনের মধ্যে আছে। |