দ্য ডেভিল কলোনী – জেমস রলিন্স – The Devil Colony by James Rollins
জেমস রলিন্সের লেখনী কিংবা সিগমা ফোর্স সিরিজ নিয়ে নতুন করে কিছু বলার নেই। ইতিহাসের সাথে বিজ্ঞানের মেলবন্ধনকে ছাপার অক্ষরে তার চেয়ে ভালাে কেউ রতে পারবে বলে মনে হয় না। সিরিজের অন্যতম জনপ্রিয় বই ‘দ্য ডেভিল কলােনী। কাহিনির ঘটনাপ্রবাহ পাঠকদের কল্পনায় ধারণ করার সুবিধার্থে, জেমস রলিন্স তার এত বইয়ের ভেতরেই কিছু ছবি যুক্ত করেন। আমি এই বইয়ের শেষাংশে তুলনাভাবে আরও কিছু স্থাপনা এবং জিনিসের ছবি যােগ করেছি। আশা করি পরটা সবার ভালাে লাগবে। ইতিহাস এবং বিজ্ঞানসংক্রান্ত বিষয়গুলাে যথাসম্ভব সাবলীল রাখতে চেষ্টা করেছি। করে সফল হতে পেরেছি, সেই বিচার পাঠকদের হাতে।
|