হানাওকা ইয়াসুকো নামের একজন মহিলা একটা লাঞ্চশপের দোকানে কাজ করে।পাচ বছর আগে টোকাশির সাথে তার ডিভোর্স হয় যায়।একমাত্র মেয়ে মিশাতোকে নিয়েই দিনকাল ভালোই কাটছিলো তার।হঠাৎ তার সাথে দেখা করতে আসে তার প্রাক্তন স্বামী টোগাশি।নেশার জন্য টাকা চাই তার।ঘটনাক্রমে খুন হয়ে যায় টোকাশি। হানাওকা দের পাশের বাড়িতে থাকে ইশিগামে।হাই স্কুলের গণিতের শিক্ষক সে।টোগাশির লাশ গুম করতে হানাওকাদের সাহায্য করে সে।কিন্তু কেনো?কি উদ্দেশ্য তার? এদিকে টোগাশির হত্যার তদন্ত করতে থাকে পুলিশ।তাদের প্রধান সন্দেহভাজন হানাওকা ইয়াসাকো।রহস্য উদঘাটনে নামে তারা।ধীরে ধীরে বুঝতে পারে এবার তাদের বিপক্ষে আছে ঠান্ডা মাথার প্রতিভাবান একজন মানুষ।
|