দ্য জুয়েল অভ সেভেন স্টারস pdf – ব্রাম স্টোকার -The Jewel of Seven Stars Bangla book pdf by Bram Stoker ট্রেলনি,একজন কৌতুহল প্রবন নিদর্শন সংগ্রহক।যার শখ প্রাচীন মিসরীয় মমি সংগ্রহ করা।শখ বললে কম হবে,এটা তার নেশা।তার পাশাপাশি ভ্রমনের ও শখ ছিল।তার মাঝেই তার হাতে একটা বই আছে।বইটা ছিল একজন আবিষ্কারকের,জিনি আবিষ্কার করে ছিলেন মিসরের এক উপত্যকায় এক অভিসপ্ত রাণীর সমাধি,যা পড়ে তার মনে আগ্রহ জাগ্রত হয় কাহিনীটার সত্যতা যাচাই করবার। ফলে সে তার অভিযান করার মাধ্যমে ঐ রাণী সম্পর্কে অনেক কিছু জানতে পারে।সে জানতে পারে যে রাণীর পূর্নজন্ম নেওয়ার ক্ষমতা আছে ,যা তিনি যাচাই করেতে চেষ্টা করেন।সেই চেষ্টার কি ফল দাঁড়ায়, তাই লেখক ব্রাম স্ট্রোকার “দা জুয়েল অভ সেভেন স্টারস “উপন্যাসে তুলে ধরেছেন।
|