দ্য সী PDF – জন বেনভিল – The Sea Bangla pdf – John Banville
শিল্পী-ইতিহাসবিদ ম্যাক্স মরডেনের কাহিনী এটা, স্বজন হারানাের দগদগে ক্ষত বুকে নিয়ে পরিণত বয়সে মরডেন ফিরে গিয়েছিলেন ছেলেবেলার স্মৃতি বিজড়িত সাগরতীরের এক গ্রামে কিন্তু দূর অতীতের বেদনা-বিধূরতা তাঁর পিছন ছাড়েনি। সে অনেক আগের কথা, গ্রীষ্মের ছুটি কাটাতে সেখানে যেতেন মরডেন, আসত গ্রেস পরিবারও, ওরা যেন আসত অন্য কোনাে গ্রহ থেকে ওই পরিবারে ছিল দুই যমজ ভাইবােন- স্লোয়ে আর মাইলেস, ওরা সাগরে ডুবে মরেছিল, আর ম্যাক্সের মনে লেগেছিল নিদারুণ আঘাত, নিজেকেই উনি দায়ী মনে করতেন ওদের মৃত্যুর জন্য, সাগরের রহস্যময় কিছু ব্যাপার হয়তাে ছিলযা তাকে বিহ্বল করে ফেলত মাঝে মাঝেই । বছরের পর বছর সেই স্মৃতি তাকে তাড়িয়ে নিয়ে ফিরেছে আর তারপর এক সময় সব অন্যরকম হয়ে গিয়েছিল। এ আখ্যান নিয়েই দ্য সী উপন্যাস।
|