29
Tinti Mrito Manush : Eden Phillpotts – তিনটি মৃত মানুষ : বাংলা অনুবাদ ই বুক
সত্যসন্ধানী মাইকেল দুভীন যখন একটা বিশেষ কাজ নিয়ে আমাকে ওয়েস্টইন্ডিজ যাবার আমন্ত্রণ জানালেন, তখন আমি অতিমাত্রায় খুশি হলাম, কারণ সময়টা ছিল জানুয়ারীর শেষের দিক, লন্ডনের আবহাওয়া ছিল জঘন্য, আর তাই গ্রীষ্মমন্ডলীয় অঞ্চলে অন্তত কয়েকটা সপ্তাহ কাটাবার সম্ভবনাটা খুবই আকর্ষণীয় হয়ে দেখা দিল।
দুভীন বুঝিয়ে বললেন, ”সেখানে যাবার জন্য তারা আমাকে দশ হাজার পাউন্ড দেবে, আর সমুদ্রে যদি দশ দিনের বেশী কাটাতে না হয় তাহলে আমি সানন্দে যেতে রাজী আছি। তুমি তো জান আমার শরীরেও এক ফোঁটা কালো রক্ত আছে এবং ইথিয়োপীয়দের প্রতি আমার সহানুভুতি সব সময়ই আছে।