রাজনীতির পাশাবদলে, দীর্ঘদিন বিরোধীপক্ষে থাকার পর প্রহ্লাদের দল এখন ক্ষমতায়। কিন্তু এই সুদিনে পথের কাঁটা হয়ে উঠেছে প্রহ্লাদের ছেলে শুভ। সে দিনরাত জনসমক্ষে বিষোদগার করে প্রহ্লাদের নামে। তার ক্ষোভের পিছনে কি কাজ করে চূর্ণীর স্মৃতি? অন্যদিকে ঝুমুর সব সময় আশঙ্কা করে, তার কান্ডজ্ঞানহীন বাবা বাসুদেব প্রহ্লাদের দলের সঙ্গে কোনও সংঘর্ষে না জড়িয়ে পড়ে