Badha : Western ( ওয়েস্টার্ন : বাধা )

by admin

Badha : Western – বাধা ওয়েস্টার্ন

Badha : Western ( ওয়েস্টার্ন : বাধা ) 6
 বিকেল। সারাদিন অকাতরে রোদ ঝরিয়েছে সূর্য। এখনও তাপের তেমন হেরফের হইনি। গরম বাতাসের ঝাপটায় ধুলো উড়ছে। চোখের সামনে ভারী পর্দার মত ঝুলে আছে যেন। মাথার ওপর মন্টানার বিবর্ণ আকাশ।কখনও ধুসর, ঘোলাটে রঙের।
এলোমেলো, টালমাটাল গতিতে ছুটছে স্টেজকোচটা। ড্রাইভারের আচরণ দেখে মনে হচ্ছে, এই মাত্র শুঁড়িখানা থেকে জোর করে তুলে আনা হয়েছে লোকটাকে। বদ্ধ মাতাল।
Download

You may also like