Sei Gumer Por : Anisul Hoque ( আনিসুল হক : সেই গুমের পর )

Sei Gumer Por : Anisul Hoque – সেই গুমের পর : আনিসুল হক

Sei Gumer Por : Anisul Hoque ( আনিসুল হক : সেই গুমের পর ) 1

 

আবুল বাশার কখন গুম হয়ে যান, তা নিয়ে মতভেদ আছে। সেটা বিকাল তিনটাও হতে পারে, চারটাও হতে পারে। সঠিক সময় তারাই বলতে পারবেন, যারা তাকে গুম করেছেন। তার দুই মেয়ে মুমু ও কুমু ঢাকার একটা দামি ইংরেজি স্কুলে যথাক্রমে ক্লাস সেভেন ও থ্রিতে পড়ে, তারা ব্যাপারটা পরের দিন দুপুরের আগে টের পায় নি।
তাদের ড্যাডি রাতে এসেছে কি আসে নি, তারা খুব দুশ্চিন্তা করে নি, কারণ পরের দিন তাদের স্কুল ছিল, সকালে পৌনে সাতটায় তাদের ঘুম থেকে রোজ উঠতে হয়, কাজেই তারা রাত দশটার মধ্যেই ঘুমিয়ে পড়েছিল।
Download
Download
Spread the love