Ei Jontro Loiya Amra Ki Koribo : Anisul Hoque ( আনিসুল হক : এই যন্ত্র লইয়া আমরা কি করিব )

Ei Jontro Loiya Amra Ki Koribo : Anisul Hoque – এই যন্ত্র লইয়া আমরা কি করিব : আনিসুল হক

দ্য গডস মাস্ট বি ক্রেজি নামের একটি চলচ্চিত্রে একটা ঘটনা ঘটেছিল। কালাহারি মরুভূমিতে একটা কোকা-কোলার বোতল এসে পড়েছিল উড়োজাহাজ থেকে। ওই এলাকার লোকেরা, যাদের বলা হয়েছে বুশম্যান, জংলি, তারা এর আগে শান্তিতেই ছিল। তারা এর আগে কোনো কোকো-কোলার বোতল দেখেনি, যন্ত্রজাত কোনো কিছুই দেখেনি। আকাশ থেকে পড়া কোকের বোতলটিকে তারা দেবতার পাঠানো কোনো কোনো সামগ্রী বলে ভুল করে।
ওই কোকের বোতলটা কে নেবে, ওটা দিয়ে কী করা হবে, এই নিয়ে শুরু হয় নানা ঘটনা-অঘটনা। বাংলাদেশে আমরা আসলে জংলি কিংবা অসভ্য মানুষদের মতই আচার-আচরণ করে থাকি।
Download
Download