43
Book Name – Kaiser O Kisra (কায়সার ও কিসরা)
ছুটছে ঘোড়া। উড়ছে ধুলো। পেছনে ধেয়ে আসছে খুনের মিছিল। কোথায় পালাবে আসেম ? চারদিকে হাহাকার। গোত্রে গোত্রে যুদ্ধ। মরুর বাতাসে মানবতার করুন কান্না। ম্লান চোখে তাদের অনন্ত প্রতীক্ষা। কবে কাটবে এ বিভীষিকার রাত ? কবে, কোন দিন।