Prohori : Western ( ওয়েস্টার্ন : প্রহরী )

Prohori : Western – প্রহরী ওয়েস্টার্ন

পাঁজরের ওপর প্রচন্ড লাথি খেয়ে ভেঙে গেল  ঘুম, তড়াক করে উঠে দাঁড়াল ও। এক পা পিছিয়ে গেল লোকটা, নির্গাত রেইলওয়ে ডিটেকটিভ, হাতে উদ্যত পিস্তল।
‘চেষ্টাও করো না,’ বলল সে, ‘নেমে পড়ো!’
‘এখন ? মাথা খারাপ ? মারা পড়ব তো !’
‘ নইলে গুলি খাবে। ‘
পিস্তলের কালো নলের দিকে এক নজর চাইল টমাস। ‘ওসবে ভয় পাই না। চাইলে এখনই কেড়ে নিতে পারি ওটা, তবু নেমে যাচ্ছি। ‘
ডাউনলোড