22
Shopoth : Western – শপথ : ওয়েস্টার্ন
বাফেলো ফর্ক, স্যুটগ্রাস ফ্ল্যাটস। ভোরের ধুসর আলো গায়ে মেখে ঘুমিয়ে আছে ছোট্ট শহরটা।
কাঠের ফুটপাতগুলো নির্জন, ধুলোটে মেইন স্ট্রিট ফাঁকা এবং হিচরেইলগুলো শূন্য। এমনকি পরম শান্তি বিরাজ করছে ল্যাবিস সেলুনটিতেও।
বারের এক কোণে আর্মচেয়ারে আরাম করে বসে রয়েছে এক বার্টেন্ডার, হাই তোলার ফাঁকে উদ্দেশ্যবিহীন পাতা উল্টাচ্ছে বহুল ব্যবহৃত পত্রিকাটির। ওর সামনে, মেঝেতে ছড়ানো ছিটানো পড়ে রয়েছে পিপে আর খালি চেয়ার-টেবিল।
You Might Be Interested In